আপনারা হয়তো অবগত আসছেন, বাংলাদেশের স্মার্ট জাতীয় পরিচয়পত্র (SMART NID CARD) বিতরণ করার পর থেকে জাতীয় পরিচয় পত্র তথা Nid নাম্বার ১০ সংখ্যার করা হয়েছে। প্রথমদিকে জাতীয় পরিচয়পত্র ১৩ সংখ্যার হত। এরপর ভোটার আইডি নাম্বারের প্রথমে জন্মসাল যোগ করে ১৩ সংখ্যার Nid নাম্বার থেকে ১৭ সংখ্যা করা হয়।
আমাদের অনেক সময় পুরাতন Nid নাম্বার প্রয়োজন হয়। যারা বিকাশ, রকেট কিংবা সিম (SIM) রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে পুরাতন 13 সংখ্যার অথবা 17 সংখ্যার nid নাম্বার ব্যবহার করেছেন, তাদের ক্ষেত্রে তথ্য আপডেট করার ক্ষেত্রে পুরাতন জাতীয় পরিচয় পত্রের প্রয়োজনীয়তা অপরিসীম।
পুরনো আইডি কার্ড দিয়ে তৈরি বিকাশ, রকেট ও নগদ একাউন্ট এর তথ্য হালনাগাদ করার ক্ষেত্রে ১০ সংখ্যা নতুন জাতীয় পরিচয় পত্র নম্বর গ্রহণ করা হয় না। এমনকি আপনার হারিয়ে যাওয়া কোন সিম কার্ড পুনরায় রিপ্লেস করতে চাইলেও পুরাতন nid নাম্বার প্রয়োজন হবে।
পুরাতন nid নাম্বার বের করার নিয়ম
পুরাতন এন আই ডি কার্ডের নাম্বার বের করতে আপনার কাছে নতুন NID Card বা (SMART NID CARD) অথবা, Smard Card Back Side এর একটা Photo থাকতে হবে।
ধাপ#১: Old Nid Finder অ্যাপ ইনস্টল করুন
আপনার মোবাইল ফোন থেকে সরাসরি চলে যান Google Play Store সার্চবারে Old Nid Finder লিখে সার্চ করলেই একটি অ্যাপ পেয়ে যাবেন সেখান থেকে অ্যাপটি ইন্সটল করে নিন।
ধাপ#২: NID Card Back Side Upload & Scan
অ্যাপসটিতে প্রবেশ করার পর নিচে লক্ষ্য করুন তিনটি অপশন আছে। আমি আপনাদের সাজেস্ট করবো আপনার (Smart Card) এর পিছনের অংশের একটা ফটো তুলে নিন। এবং অ্যাপসের "Nid Upload" অপশনে ক্লিক করুন। এবং আপনি আপনার Nid (Smart Nid Card) এর পিছনের অংশ এখানে আপলোড করুন।
কয়েক সেকেন্ড এর ভিতরে আপনি আপনার পুরাতন এন আইডি কার্ড নাম্বার পেয়ে যাবেন।
এখানে প্রথমত, আপনার নাম চলে আসবে। আপনি নিশ্চিত হবেন, যে আপনি যার আইডি নাম্বার বের করছেন। সেই আইডি আপনার কি না।
এবং সাথে আপনি Smart Nid Number ও ১৭ সংখ্যার এন আইডি নাম্বার পাবেন। আরো, মজার বিষয় এখানে ১৩ সংখ্যার ও আইডি নাম্বার বের করে দিচ্ছে।
এখানে আরো অপশন আছে। যেমন, আপনি চাইলে আপনার হাতে থাকা অনলাইন কপি দিয়ে ও আপনার ১৭ সংখ্যা বা, ১৩ সংখ্যার এন আইডি নাম্বার কেমন হবে। সেটা দেখতে পারবেন।
অনলাইন কপির ক্ষেত্রে আপনি চাইলে (Scan NID) অপশন থেকে সরাসরি স্ক্যান করে আইডি নাম্বার বের করতে পারবেন।